বাংলাদেশ পুলিশ অফিসার্স মেস ও কনভেনশন হল ২০১৩ সালে যাত্রা শুরু হয়। এখানে পুলিশ কর্মকর্তাদের জন্য আবাসন ব্যবস্থা ছাড়া ও আধুনিক সুবিধা সম্বলিত দুটি সুসজ্জিত ফ্লোর বিশিষ্ট একটি কনভেনশন হল রয়েছে। উক্ত কনভেনশন হলে বিবাহ, বিবাহোত্তর সম্বর্ধনা, জন্মদিন, কর্পোরেট মিটিং, কনফারেন্স এবং সেমিনারসহ বিভিন্ন ধরনের আনন্দ উৎসব করার সুব্যবস্থা রয়েছে।
অবস্থান:
বাংলাদেশ পুলিশ অফিসার্স মেস এবং কনভেনশন হল ইস্কাটন গার্ডেন, রমনা ঢাকায় অবস্থিত। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংলগ্ন। কনভেনশন হল পুলিশ মেস এর দ্বিতীয় ও তৃতীয় তলায় অবস্থিত, উভয় তলার আয়তন ১৪৫৮৮ + ১৪৫৮৮= ২৯১৭৬ বর্গফুট।
অভ্যন্তরীন সাজসজ্জাঃ
- পুলিশ কনভেনশন হলটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত।
- পুলিশ কনভেনশন হল পুলিশ অফিসার্স মেস ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা মিলিয়ে অবস্থিত।
- প্রতি ফ্লোরে ৮০০ জন ও উভয় ফ্লোরে ১৬০০জন আতিথির অনুষ্ঠান করার সুব্যবস্থা রয়েছে।
- হলের জন্য স্বতন্ত্র প্রবেশ পথসহ ও ১৩ সদস্য বিশিষ্ট লিফটের সুব্যবস্থা রয়েছে।
শিফটঃ
এখানে মোট দুটি শিফট রয়েছে। শিফট দুটি নিম্নরুপঃ
- ডে শিফট/মর্নিং শিফট – সকাল ১১:০০ টা থেকে বিকাল ০৫:০০ টা।
- নাইট শিফট/ইভিনিং শিফট – বিকাল ০৬:০০ থেকে রাত ১২:০০ টা।
অন্যান্য সুবিধাদিঃ
- গ্রাহকের সুবিধার জন্য দুই ফ্লোর মিলিয়ে মোট ৫৮ টি বেসিন ও পৃথক ওয়াশরুমের সুব্যবস্থা রয়েছে।
- আধুনিক সুবিধা সম্বলিত একাধিক ওয়াশরুম ও ভিআইপি অতিথির জন্য পৃথক সুব্যবস্থা রয়েছে।
- গাড়ী পার্কিং সুব্যবস্থা ও গাড়ী ম্যানেজমেন্ট এর জন্য ট্রাফিক পুলিশ ব্যবস্থাপনা রয়েছে।
- সার্বক্ষণিক পর্যাপ্ত পানি সরবরাহের সুব্যবস্থা রয়েছে।
- অগ্নি নির্বাপনের জন্য ফায়ার এক্সিট ও অগ্নি নির্বাপন সুব্যবস্থা রয়েছে।
- লোডশেডিং এর সময় নিজস্ব জেনারেটরের মাধ্যমে লিফট এবং বিদ্যুৎ ব্যবস্থা সহ ইলেক্ট্রিক লাইটিং ব্যবস্থা সচল রাখা হয়।
- সার্বক্ষনিক পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত থাকে।
- সিসিটিভি ক্যামেরার দ্বারা সার্বক্ষণিক মনিটরিং এর সুব্যবস্থা রয়েছে।