পুলিশ কনভেনশন হলের ভাড়া সহ আনুষাঙ্গিক খরচের বিবরণী
১। অনুষ্ঠানের ক্ষেত্রে (সাধারন)
সময়কাল
|
ভাড়া ( এপ্রিল- সেপ্টেম্বর)
|
ভাড়া (অক্টোবর - মার্চ)
|
||
একটি তলা
|
দুইটি তলা একত্রে
|
একটি তলা
|
দুইটি তলা একত্রে
|
|
বৃহঃস্পতি, শুক্র ও শনিবার
|
১,১৫,০০০/-
|
২,১০,০০০/-
|
১,৪০,০০০/-
|
২,৬০,০০০/-
|
রবি হইতে বুধবার
|
১,০০,০০০/-
|
১,৮০,০০০/-
|
১,১৫,০০০/-
|
২,১০,০০০/-
|
হলের সার্ভিস চার্জ প্রতিজন = ১০/-
অতিরিক্ত অতিথি (জনপ্রতি) হল বাবদ ৩৫ টাকা এবং ডেকোরেটর বাবদ ৭০ টাকা। |
||||
রবি থেকে বৃহস্পতিবার কর্মদিবসে (অফিসিয়াল মিটিং এজিএম সেমিনার এর জন্য) দিনের ভাড়া প্রতি ফ্লোর ৬০,০০০/- টাকা।
|
*** হল ভাড়ার উপর ১৫% ভ্যাট প্রদেয়।
২। সম্মানিত পুলিশ অফিসার্স মেসের সদস্যগণ, সদস্যগণের সন্তান এবং আপন ভাই বোনের জন্য অনুষ্ঠানের নির্দেশনাবলীঃ
- (ক) হল ভাড়ার উপর ৮০% ডিসকাউন্ট প্রদান (নিজের ও সন্তানদের বিয়ে সংক্রান্ত বিষয়ে)।
- (খ) হল ভাড়ার উপর ৬০% ডিসকাউন্ট প্রদান, অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে (বিবাহ বার্ষিকী, জন্মদিন, পারিবারিক মিলনমেলা ও ব্যক্তিগত অনুষ্ঠান)।
- (গ) হল ভাড়ার উপর ২৫% ডিসকাউন্ট প্রদান (সদস্যদের আপন ভাই বোনের অনুষ্ঠানের ক্ষেত্রে)।
৩। ডেকোরেটর ও ইলেকট্রিক ডেকোরেশন বিলঃ
- (ক) ডেকোরেটর বিল প্রতিজন (চেয়ার কাভার ছাড়া = ৭০/-টাকা।
- (খ)স্টেজের সামনে ০৪ সেট সোফা = ২৫০০/- টাকা।
- (গ) ভিআইপি টেবিল তৈরী = ২০০০/- টাকা।
- (ঘ) বিল্ডিং এর বাইরের আলোকসজ্জা = ১০০০০/- টাকা (প্রতি ফ্লোর)।
- (ঙ) লাল গালিচা = ২০০০/- টাকা।
- (চ) ডেকোরেটরের মোট বিলের উপর ১৫% হারে ভ্যাট।
- (ছ) খাদ্যের ভ্যাট প্রতিজন=১৫%।
দুপুরের অনুষ্ঠানের সময়সূচি সকাল ১১ঃ০০ঘটিকা হতে বিকাল ০৫ঃ০০ ঘটিকা পর্যন্ত এবং রাতের অনুষ্ঠানের সময়সূচি বিকাল ০৬ঃ০০ ঘটিকা হতে রাত ১২ঃ০০ ঘটিকা পর্যন্ত। অনুষ্ঠানের ০৫ দিন পূর্বে সমস্ত বিল পরিশোধ করতে হবে।
নির্ধারিত সময়ের পর হতে অতিরিক্ত প্রতি ঘন্টা= ১১০০০/-টাকা
নিরাপত্তা জামানত নগদ ১৫,০০০ টাকা অনুষ্ঠানের পূর্বে জমা দিতে হবে।
বুকিং-এর টাকা ”পুলিশ কনভেনশন হল” নামে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে। অনুষ্ঠানের ০৫ দিন পূর্বে সমস্ত বিল পরিশোধ করতে হবে।