কনভেনশন হল
পুলিশ কনভেনন হল ২০১৩ সালে প্রতিষ্ঠিত। এই মেস ভবনে ২টি হল রয়েছে। মূলত এই হলে পানচিনি, বিবাহ, বিবাহোত্তর সম্বর্ধনা, জন্মদিন, কর্পোরেট পার্টি, কনফারেন্স এবং সেমিনার আয়োজন করার ব্যবস্থা রয়েছে।
অবস্থানঃ
বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসের কনভেনশন হল ইস্কটন গাড্েন রোড, রমনা, ঢাকা (রমনা থানার পশ্চিম পার্শে এবং রমনা ওয়াসার পানির পাম্পের সামনে) অবস্থিত।পলিশ কনভেনশন হল পুলিশ অফিসার্স মেসের ২য় ও ৩য় তলায় অবস্থিত।২য় তলার আয়তন ১৪৫৮৮ বর্গফুট এবং ৩য় তলার আয়তন ১৪৫৮৮ বর্গফুট।
ভবন ও অভ্যন্তরীন সজ্জাঃ
- পুলিশ কনভেনশন হল ভবনে ২য় ও ৩য় তলা মিলিয়ে অবস্থিত।
- ২য় তলায় এবং ৩য় তলায় ৮০০/১৬০০ জন অতিথি একসংগে বসার ব্যবস্থা রয়েছে।
- মেঝে সমৃদ্ধ।
- ওঠা নামা করার জন্য সিঁড়ি ছাড়া লিফট রয়েছে।
শিফটঃ
এখানে মোট ২ টি শিফট রয়েছে।শিফট ২ টি নিম্নরুপঃ
- ডে শিফট/মর্নিং শিফট – সকাল 11:00 টা থেকে বিকাল 05:00 টা।
- নাইট শিফট/ইভিনিং শিফট – বিকাল 06:00 থেকে রাত 12:00 টা।
বেসিন ও ওয়াশরুমঃ
- অতিথিদের হাত ধোয়ার জন্য ৫ স্থানে মোট ২৯ টি বেসিন রয়েছে।বেসিনে হাত ধোয়ার জন্য সাবান ও মোছার জন্য টাওয়েল রয়েছে।
- দুই ফ্লোরে মিলিয়ে নারী-পুরুষের জন্য ১০ স্থানে মোট ৫৮ টি বেসিনের ব্যবস্থা রয়েছে।
- বেসিন রুমে পানির পাশাপাশি টয়লেট টিসূর ব্যবস্থা রয়েছে।
কার পার্কিং –
- পুলিশ কনভেনশন হলের গাড়ী পার্কিং ব্যবস্থা রয়েছে।
- এখানে গাড়ী পার্কিং এর জন্য কোনো চার্জ দিতে হয় না।
- রাস্তার পাশে গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে।
পানি সরবরাহ ব্যবস্থাঃ
- পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে।
- ওয়াসা এর মাধ্যমে পানি পাওয়া যায়।
বিবিধঃ
- অগ্নি নির্বাপনের জন্য ফায়ার এক্সিট ও অগ্নি নির্বাপন যন্ত্র রয়েছে।
- পুরো পুলিশ কনভেনশন হলটি শীতাতপ নিয়ন্ত্রিত।
- লোডশেডিং এর সময় নিজস্ব জেনারেটরের মাধ্যমে লিফট, এবং বিদ্যুত ব্যবস্থা সহ ইলেক্ট্রিক লাইটিং ব্যবস্থা সচল রাখা হয়।
- সার্বক্ষনিক পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত থাকে।
- এখানে কোন প্রকার লেট নাইট পার্টি, ব্যন্ড শো অথবা ডিজে পার্টি করার কোন ব্যবস্থা নাই।
- অনুষ্ঠান শুরু হওয়ার দু’ঘন্টা পূর্বেই অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হওয়া যায়।
- সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।